বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ (একষট্টি) সদস্যবিশিষ্ট কমিটি গত ১৮ জুন গঠন করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গত ২২ জুন তা রহিত করা হয়। এরপর গতকাল সোমবার (২৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রহিতকরণের সেই আদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে, উপ-মহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহকারী মহাব্যবস্থাপক মো. হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মন্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।