South east bank ad

এআইইউবিতে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এআইইউবিতে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন: অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে এ সেমিনারের আয়োজন করে এআইইউবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ।

সেমিনারের প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশের কনভেনার ড. দেবপ্রিয় ভট্টাচার্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান।

মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এসডিজি হলো এমডিজির তুলনায় এক যুগান্তকারী অগ্রযাত্রা, যা সর্বজনীনতা, আন্তঃনির্ভরতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে।

তিনি জানান, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৭টি এসডিজির সঙ্গে মন্ত্রণালয়সমূহের সামঞ্জস্যকরণ, দুটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন (সর্বশেষ ২০২৩ সালে), অর্থায়ন কৌশল (২০১৭), পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো (২০১৮) এবং বিশ্বের প্রথম এসডিজি ট্র্যাকার চালু (২০১৭)।

মূল বক্তব্য শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব। তিনি প্রধান বক্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

পরে প্রধান বক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, অর্থনীতি বিভাগের শিক্ষকরাসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রধান ও সিনিয়র সহকারী অধ্যাপক ড. ফারিয়া সুলতানা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: