নগদের পরিবর্তে স্টক লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে প্রতিষ্ঠানটির ঘোষিত নগদ লভ্যাংশে অনুমোদন না দিয়ে এর পরিবর্তে স্টক লভ্যাংশ দেয়ার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পর্ষদ লভ্যাংশের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার ভিত্তিতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদের পরিবর্তে ১০ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। স্টক লভ্যাংশ ঘোষণার কারণ হিসেবে টায়ার-১ মূলধন শক্তিশালী করার পাশাপাশি ব্যবসায় পুনর্বিনিয়োগ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ন্যাশনাল হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ন্যাশনাল হাউজিংয়ের ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ন্যাশনাল হাউজিংয়ের ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৩ পয়সায়।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৪ কোটি ৪৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০। এর ৫০ দশমিক ৫৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ৯ দশমিক ৩৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ দশমিক ২৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৯ টাকা ৯০ পয়সা থেকে ৩৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।