বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক অর্জনবিষয়ক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী। সম্মেলনে গত ৩০ জুন পর্যন্ত ব্যবসায়িক সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান। এ সময় খুলনা বিভাগের সব নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।