আইএসইউতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধিতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে সম্প্রতি মহাখালী ক্যাম্পাসে এ কর্মশালার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ মাহমুদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম।