চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত সিইও এমদাদ উল্ল্যাহ

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ আবারো ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ চার্টার্ড লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, ব্যবসায়িক সম্প্রসারণ ও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন তত্ত্বাবধান করবেন।
চার্টার্ড লাইফের পরিচালনা পর্ষদ জানিয়েছে, ভারপ্রাপ্ত সিইও হিসেবে মোহাম্মদ এমদাদ উল্ল্যাহর এ নিয়োগ কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।