ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪০তম এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির (এনএলআই) ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালক কাজী মাহমুদা জামান এতে সভাপতিত্ব করেন। সভায় সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈনুদ্দিন মোনেম, ডা. শামীম খান, মাশফিকুর রহমান, নাহরীন রহমান, রাজিয়া সুলতানা ও মামুনুর রশীদ ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিইও মো. কাজিম উদ্দিন, এএমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এবং কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান। সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।