বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরামর্শক হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি
সিএমএসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ এবং আরএসএ অ্যাডভাইজরির চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএসএ অ্যাডভাইজরির সিনিয়র কনসালট্যান্ট এবং ব্র্যাক ব্যাংকের সাবেক এমডি সেলিম আর এফ হোসেন।


