বিএইচবিএফসির ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ‘ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পর্ষদ চেয়ারম্যান এএসএম আব্দুল হালিমসহ সব পরিচালক ও এফআইডির ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংস্থাটির ডিএমডি মো. নূর আলম সরদার ও মহাব্যবস্থাপকরা সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব পরিচালনা করেন। এ আয়োজনে বিএইচবিএফসির ৯১টি মাঠ কার্যালয়ের ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।


