কুমিল্লায় পঞ্চম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ‘পঞ্চম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ গত ৮-১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। এ সময় প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে ছিলেন পরিচালক মফিজ আহমেদ ভুঁইয়া। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ। এছাড়া প্রাইম ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং এসইভিপি অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। টুর্নামেন্টে সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র—এ তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। এতে প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন।


