শরিয়াহ ফান্ডের ২৫তম শরিয়াহ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত
আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ডের ২৫তম শরিয়াহ সুপারভাইজরি বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ড. সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিনের সভাপতিত্বে শরিয়াহ বোর্ড সদস্য আল্লামা ড. সায়েদ কামালুদ্দিন আবদুল্লাহ জাফরি, ড. এম মহব্বত হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও মুফতি ড. ইউসূফ সুলতান সভায় উপস্থিত ছিলেন। এ সময় ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ’২৫) শরিয়াহভিত্তিক কার্যক্রমগুলো পর্যালোচনা সাপেক্ষে সব শরিয়াহ কমপ্লায়েন্স প্রতিবেদন অনুমোদন করা হয়। পাশাপাশি সভায় আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ডের শরিয়াহভিত্তিক আইন ও নির্দেশিকাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনা করা হয়।


