বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল। এ সময় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক বিউটি আক্তার, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান, তাসনিম বিনতে মোস্তফা, রাশিক আলম চৌধুরী ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজাসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির সিইও মো. সানা উল্লাহ্।


