গার্ডিয়ানের নতুন এমডি ও সিইও শেখ রকিবুল করিম
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রকিবুল করিম। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত এমডি ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। গার্ডিয়ান কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শেখ রকিবুল করিম ২০১৯ সালে গার্ডিয়ানে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ভারপ্রাপ্ত সিইওসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। তার কর্মকালে গার্ডিয়ানের কমপ্লায়েন্স ও করপোরেট গভর্ন্যান্স আরো সুদৃঢ় হয়েছে।
শেখ রকিবুল করিম একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য।


