ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এসএলআই) পিএলসির ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিইও মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এ সময় বক্তব্য রাখেন এএমডি মো. খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস। সম্মেলনে এরিয়া প্রধান ও জোন প্রধানসহ সারা দেশ থেকে আগত প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।


