South east bank ad

“ইরানের মোস্তফা” পুরস্কার পেলেন বাংলাদেশী বিজ্ঞানী জাহিদ হাসান

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহমেদ, (গাজীপুর) :

এবার বিজ্ঞান ও পযুক্তির সব ক্ষেত্র ক্যাটাগরিতে ইরানের মোস্তাফা পুরস্কার পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড.জাহিদ হাসান তাপস।

চার ক্যাটাগরিতে এবার পাঁচজন মুসলীম বিজ্ঞানীকে এ পুরস্কার দেয়া হয়, এগুলো হলো তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি, জীবন ও চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি, ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র। আগামী ২১অক্টোবর বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

ইরানে ২০১৩সালে মোস্তফা পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৫সালে সর্বপ্রথম এ পুরস্কার প্রবর্তন হয়। শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আ লিক সম্পর্ক গড়ে তোলার জন্য ইরানে এ পুরস্কার প্রবর্তিত হয়।

ড. জাহিদ হাসান তাপসের এ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন কেন্দ্রিয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি বলেন, তার ভাই একজন প্রথিতযশা বিজ্ঞানী। ইতিমধ্যেই ভাইল ফার্মিয়ন কনার অস্তিত্ব আবিস্কার করে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সাথে নিজের অবদান নিয়ে গেছেন। তিনি আমেরিকান সাইন্স একাডেমির সদস্যও নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাহিদ হাসান তাপসের নেতৃত্বে ২২সদস্যের একদল গবেষক দীর্ঘদিন গবেষনার পর ‘ক্যাগামো কোয়ান্টান চুম্বুক আবিস্কার করেন। তার এ আবিস্কারে কম্পিউটার শতগুণ বেশী ক্ষমতাসম্পন্ন করে তুলবে। এ সম্মান বাংলাদেশের। দেশের প্রতিটি মানুষের।

জাহিদ হাসান তাপসের বাড়ী গাজীপুরের শ্রীপুরে। তার বাবা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী প্রয়াত এডভোকেট রহমত আলী। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা জাহিদ হাসান তাপস এখন প্রথিতযশা বিজ্ঞানী। তার মায়ের নাম নাদিরা রহমত আলী। ছোট ভাই গাজীপুর জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট জামিল হাসান দুর্জয়।

ইরানে ২০১৩সালে মোস্তফা পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৫সালে সর্বপ্রথম এ পুরস্কার প্রবর্তন হয়। শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামী সহযোগী সংস্থার(ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আ লিক সম্পর্ক গড়ে তোলার জন্য ইরানে এ পুরস্কার প্রবর্তিত হয়।

ড. জাহিদ হাসান তাপসের এ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন কেন্দ্রিয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি বলেন, তার ভাই একজন প্রথিতযশা বিজ্ঞানী। ইতিমধ্যেই ভাইল ফার্মিয়ন কনার অস্তিত্ব আবিস্কার করে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সাথে নিজের অবদান নিয়ে গেছেন। তিনি আমেরিকান সাইন্স একাডেমির সদস্যও নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাহিদ হাসান তাপসের নেতৃত্বে ২২সদস্যের একদল গবেষক দীর্ঘদিন গবেষনার পর ‘ক্যাগামো কোয়ান্টান চুম্বুক আবিস্কার করেন। তার এ আবিস্কারে কম্পিউটার শতগুণ বেশী ক্ষমতাসম্পন্ন করে তুলবে। এ সম্মান বাংলাদেশের। দেশের প্রতিটি মানুষের।

জাহিদ হাসান তাপসের বাড়ী গাজীপুরের শ্রীপুরে। তার বাবা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী প্রয়াত এডভোকেট রহমত আলী। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা জাহিদ হাসান তাপস এখন প্রথিতযশা বিজ্ঞানী। তার মায়ের নাম নাদিরা রহমত আলী। ছোট ভাই গাজীপুর জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট জামিল হাসান দুর্জয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: