South east bank ad

এখনো বই পায়নি মাধ্যমিকের ৬৭ শতাংশ শিক্ষার্থী

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

নতুন বছরের প্রথম মাসের শেষ সপ্তাহেও যশোরে মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন নতুন বইয়ের অপেক্ষা রয়েছে। জেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী বই প্রাপ্তির হার ৩৩ শতাংশ। ৬৭ শতাংশ শিক্ষার্থী এখনো বই পায়নি।

জেলার শিক্ষা অফিস জানিয়েছে, মাধ্যমিকে বইয়ের চাহিদা ২৮ লাখ ৪৬ হাজার ৫৫৭ পিস। এসে পৌঁছায়ছে ৯ লাখ ৪৩ হাজার ৮০৮পিস। গত ১১ জানুয়ারি পর্যন্ত বই এসে পৌঁছে ছিল ৮ লাখ ৯৬ হাজার ৫৮৫ পিস। প্রাপ্তির হার ছিল ৩১ শতাংশ।

প্রাপ্তি ৯ লাখ ৪৩ হাজার ৮০৮ পিস বইয়ের মধ্যে সদর উপজেলায় বইয়ের চাহিদা ৯ লাখ ৪ হাজার ৬২০ পিস। এসে পৌঁছেছে ২ লাখ ৯৪ হাজার ৬২০ পিস বই। প্রাপ্তির হার ৩৩ শতাংশ। শার্শায় বইয়ের চাহিদা ৩ লাখ ৬ হাজার ৫১৭ পিস। এসে পৌঁছায়ছে ১ লাখ ১ হাজার ৯৭৭ পিস। প্রাপ্তির হার ৩৩ শতাংশ। মণিরামপুরে বইয়ের চাহিদা ৪ লাখ ৩১৩ পিস। এসে পৌঁছেছে ১ লাখ ৩৪ হাজার ৬৩৯ পিচ। প্রাপ্তির হার ৩৪ শতাংশ।

বাঘারপাড়ায় বইয়ের চাহিদা ১ লাখ ৭৩ হাজার ৩৬১ পিস। এসে পৌঁছেছে ৫৬ হাজার ৫৫৫ পিস। প্রাপ্তির হার ৩৩ শতাংশ। ঝিকরগাছায় বইয়ের চাহিদা ২ লাখ ৮৮ হাজার ৬৯৫ পিস। এসে পৌঁছেছে ১ লাখ ২৬ হাজার ৯৫৫ পিস। প্রাপ্তির হার ৪৪ শতাংশ।

চৌগাছায় বইয়ের চাহিদা ২ লাখ ৫৩ হাজার ৬৬৩ পিস। এসে পৌঁছেছে ৬৬ হাজার ৬১৫ পিস। প্রাপ্তির হার ২৬ শতাংশ। কেশবপুরে বইয়ের চাহিদা ২ লাখ ২২ হাজার ৪৯৮ পিস। এসে পৌঁছেছে ৭১ হাজার ৮২ পিস। প্রাপ্তির হার ৩২ শতাংশ। অভয়নগরে বইয়ের চাহিদা ২ লাখ ৯৬ হাজার ৮৯০ পিস।

এসে পৌঁছেছে ৯১ হাজার ৩৬৫ পিস। প্রাপ্তির হার ৩১ শতাংশ। এছাড়া দাখিলে ৩৫ শতাংশ, ইবতেদায়ীতে ৯৫ শতাংশ বই এসে পৌঁছেছে।

জেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম জানান, জানুয়ারি মাসের মধ্যে সব এসে পৌঁছাবে। বই প্রাপ্তির সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: