South east bank ad

এসএসসি পরীক্ষার্থীদের ভুল নির্দেশনা দেওয়ায় শিক্ষককে ৫ বছরের জন্য বহিষ্কার

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় ভুল নির্দেশনা দিয়ে প্রথম দিনেই শিক্ষার্থীদের অনিশ্চয়তায় ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক জয়নুল আবেদীনকে ৫ বছরের জন্য সমস্ত পাবলিক পরীক্ষা থেকে বহিষ্কার
করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রবিবার (১৪ নভেম্বর) সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৭০ শিক্ষার্থী পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেয়া শুরু করে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২৫টি বহু নির্বাচনী উত্তরের মধ্যে ১২টি উত্তর প্রদানের কথা। কিন্তু ওই কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক জয়নুল আবেদীন শিক্ষার্থীদের ২৫টি প্রশ্নের উত্তর প্রদান করতে বলেন।

শিক্ষকের কথামত শিক্ষার্থীরা ২৫টি উত্তর প্রদান করে পরীক্ষা শেষে বাড়ি ফিরে জানতে পারে তারা ভুল নির্দেশনা পেয়েছেন।

পরে শিক্ষার্থীরা একজোট হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের কাছে যায়। ইউএনও বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করেন এবং শিক্ষক জয়নুলকে বহিষ্কার করেন।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল জানান, ১৭০ শিক্ষার্থীকে ১২টি প্রশ্নের ওপর বিশ্লেষণ পূর্বক নম্বর প্রদান করা হবে বলে নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: