South east bank ad

কাশিয়ানীতে উদ্বুদ্ধকরণ সভা

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রসীদ কুমার দাস, (গোপালগঞ্জর ):

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলা মৎস্য অফিস এ সভার আয়োজন করে।

উক্ত সভার মূল নিবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রকল্প পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম।

উপজেলা পরিষদের হল রুমে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রায়হান, কাশিয়ানী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ খাজা নেওয়াজ, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: