South east bank ad

গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ইকাবাল ইলেকট্রনিক্সে জরিমানা

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় এলাকায় রবিবার (২৪অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ইকবাল ইলেকট্রনিকক্সে নামক প্রতিষ্ঠানকে মোট ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করে আদায় করেন।

জানা যায়,অভিযানে ইকবাল ইলেকট্রনিক্সে নকল ইলেকট্রনিক্স পন্য ফ্রিজ পাওয়া যায়।স্যামস্যাং ও ওয়ালটন কোম্পানির লেবেল লাগিয়ে ইলেকট্রিক পন্য ও ফ্রিজ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে সাথে সাথে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মেজর আখেরের নেতৃত্বে একটি দল,সহ পুলিশ প্রশাসন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার মনিটরিং টিম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দিয়ে জরিমানা আদায় করে ও ভবিষ্যতের জন্য সচেতন করে ব্যবসায়িকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: