South east bank ad

দৌলতখানে মেম্বার প্রার্থীর সমর্থককে এলাকা ছাড়ার হুমকি

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহেদী হাসান শরীফ, ( নিজস্বপ্রতিনিধি) :

ভোলার দৌলতখানে জমে উঠেছে ইউপি নির্বাচন। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দৌলতখানে ৭টি ইউপিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর প্রতীক বরাদ্ধ দেয়ার কথা থাকলেও উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তানজিল হোসেন মামুন নামের এক মেম্বার পদপ্রর্থীর বিরুদ্ধে আগাম প্রতীক (সিলিং ফ্যান মার্কা) নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে এলাকায় প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল অহিদ হাওলাদার ।’

শনিবার (২৩অক্টোবর ) সকাল ১০টায় উপজেলার দক্ষিণজয়নগর ৭ নম্বর ওয়ার্ডের চিডু হাওলাদার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন এ প্রার্থী।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘তার প্রতিপক্ষ প্রার্থী তানজিল হোসেন মামুন আগাম (সিলিং ফ্যান ) প্রতীক নিয়ে এলাকায় ভোটারদের কাছে গিয়ে ওই প্রতীকে গান বানিয়ে ভোট প্রার্থনা করেন। যদিও নির্বাচন অফিস থেকে এখনও কোন প্রার্থীকে প্রতীক দেয়া হয়নি। তিনি এ প্রতীক কোথার থেকে সংগ্রহ করছেন ? বর্তমান মেম্বার যে বাড়িতে গিয়ে ভোট চাইছেন তার প্রতিপক্ষ প্রার্থীও একই সময় সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন।’

এ ছাড়াও তার প্রতিপক্ষ প্রার্থী মামুন তার সমর্থক ও ভোটাদেরকে হামলা ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি । এমনকি তার সমর্থকদের মধ্যে কয়েকজনকে এলাকা ছাড়ার হুমকিও দিয়ে যাচ্ছেন। তিনি প্রশসানের কাছে এর সঠিক বিচারের দাবি জানান। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য আব্দুল অহিদ হাওলাদার উপজেলা রির্টানিং কর্মকর্তা ও দৌলখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত প্রার্থী তানজিল হোসেন মামুন বলেন, ‘আগাম প্রতীকা নিয়ে এ গান আমি বানাইনি। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম খান জানান, ‘এ বিষয় ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল অহিদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: