South east bank ad

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি-সাইকেল বিতরণ

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বসতঘর ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) ) দুপুরের দিকে উপজেলা পরিষদের জিমনেসিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩০ জন শিক্ষার্থীকে দুই হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিকের ১০ জনকে ছয় হাজার টাকা করে এবং পাঁচজনকে পাঁচটি বাইসাইকেল, পাঁচজনকে বসতঘর প্রদান এবং প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হতে ১৭ জন অসুস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: