South east bank ad

নির্বাচনী আচরণবিধি লংঘন করায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পিরব ইউনিয়নের নির্বাচনী আচরণবিধি ভঙের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল এ দন্ডাদেশ প্রদান করেন।

দুই প্রার্থী হলেন- পিরব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজাম এবং স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ মিলটন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নে পিরব বাজারে স্বতন্ত্র প্রার্থী মোজ্জাম্মেল হকের নির্বাচনী অফিস ঘর আলোকসজ্জা করায় ও স্বাস্থ্যবিধি লংঘন করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে এ টাকা পরিশোধ করেন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পিরব এলাকার আছির উদ্দিনের ছেলে করিম কাজী নামে এক সমর্থক।

অপর দিকে, একই অপরাধে পিরব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ মিল্টনের খয়রাপুকুর পালিকান্দা নামক স্থানে নির্বাচনি অফিস ঘরে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানার টাকা পরিশোধ করেন পালিকান্দা গ্রামের আজগর আলীর ছেলে মোঃ ফাইন মিয়া (৪০)। এছাড়াও বিহার, বুড়িগঞ্জ ইউনিয়নের আরও ১০জন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীকে আচরণ বিধিমালা লংঘন করায় সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: