South east bank ad

ফরিদপুরে মা ইলিশ নিধনের অপরাধে ৫৩ জনকে সাজা

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ৫৩ জেলেকে আটক করেছে ভ্রম্যমান আদালত। এসময় উক্ত জেলেদের হেফাজত হতে ৯০ মিটার জাল উদ্ধার করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সম্মিলিত ভাবে শুক্রবার (৭ অক্টোবর) গভীর রাতনহতে (৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান পরিচালনা করে।

শনিবার (৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ৮ জেলেকে ২ মাসের ও বাকিদের ১৮৬০/১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এবং ৬ জন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় জেলেদের সাজা দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর আইন গ্রহণ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: