South east bank ad

বগুড়ায় লক্ষ্মী প্রতিমা ভাঙচুর

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়া সদর উপজেলায় পৌরসভার সাবগ্রাম সার্বজনীন দুর্গামন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২ টার পর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে সার্বজনীন দুর্গামন্দিরে মঙ্গলবার থেকে পূজা চলছিল। তাদের মতাদর্শ অনুযায়ী বুধবার পূর্ণিমা তিথি থাকায় রাতে লক্ষ্মী প্রতীমা বিসর্জ্জন দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে মন্দিরের পাশে পুকুরে লক্ষ্মী প্রতিমা বিসর্জন দেওয়ার কথা ছিল। তবে সকালে স্থানীয় এক মুদি দোকানদার বিপুল দেবনাথ ও কিছু মুরব্বি এসে মন্দিরে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়।

মন্দির কমিটির সভাপতি রঞ্জন দেবনাথ জেলা পূজা উদযাপন পরিষদের নেতা কর্মীকে বিষয়টি অবহিত করেন।

লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০ টায়া জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় তারা দোষীদের শনাক্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে জানান।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: