South east bank ad

শিশু কাইয়ুমের পাশে দাঁড়ালো মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারায় জটিল রোগে আক্রান্ত কাইয়ুম নামের এক শিশুর চিকিৎসার জন্য এগিয়ে আসলেন মানবিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশুটির পিতা মুহাম্মাদ ফোরকানের হাতে নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

জানা যায়, উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের মোহাম্মদ হারুনের শিশু পুত্র মোহাম্মদ কাইয়ুম দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। দিন মজুর পিতা হারুন অসহায় অবস্থায় ছেলের চিকিৎসা সেবা চালাতে অক্ষম হলে মানবিক সংগঠন গুলোর কাছে ছেলের চিকিৎসার সহযোগিতা কামনা করেন। এমতস্থায় শিশু কাইয়ুমের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এলেন মানবিক ও সামাজিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন।

মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, আমরা আনোয়ারার স্থানীয় এক গণমাধ্যম কর্মীর মাধ্যমে শিশুটির জটিল রোগের খবর পাই। পরে মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন এর পক্ষ থেকে একজন অসহায় পিতার সন্তানের চিকিৎসার জন্য ক্ষুদ্র পরিসরে কিছু নগদ অর্থ প্রদান করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আরো নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে চেষ্টা করব। কঠিন এই সময়ে ছেলেটির পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি আরো বলেন, বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না।

সুতারং মানুষের বিভিন্ন প্রয়োজনে একে অন্যের পাশে দাড়ানো মানবিক মানুষ হিসেবে সকলের কর্তব্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: