South east bank ad

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষণ হিসেবে পেশাগত দ্বায়িত্ব পালনকালে দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতনিধি এসএম জুবাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি, আজকের পত্রিকা গৌরীপুর প্রতিনিধি আরিফ আহম্মেদ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- সাংবাদিক ওবায়দুর রহমান, শাহজাহান কবীর, রাকিবুল ইসলাম রাকিব, আব্দুল কাদির, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- সাংবাদিকরা কারু প্রতিপক্ষ নয়, তারপরও পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বার বার তাঁরা হামলার শিকার হচ্ছেন, এটা দুঃখজনক। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করতে গিয়ে আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের উপর যে হামলা হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার উপর অশনিসংকেত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণের দিন পেশাগত দায়িত্ব পালন শেষে আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি এসএম জুবাইদুল ইসলাম নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে বের হওয়ার পর তাঁর উপর এ হামলা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: