South east bank ad

সীমান্তবর্তী উপজেলায় রাত পোহালেই ভোট

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

দেশের সর্ব উত্তরে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাত পোহালেই ভোটগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২৪৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯১ জন প্রার্থী রয়েছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতটি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৩ জন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং, সহ-প্রিজাইডিং অফিসার ২৮২ জন ও পোলিং অফিসার ৫৬৪ জন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলী হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

তিনি জানান, উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার ৯৭ হাজার ২২২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ৭১৬ জন এবং নারী ৪৮ হাজার ৫১১ জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: