South east bank ad

৬ জোয়ারীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৬ জোয়ারীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত প্রত্যেককে " বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭" এর ৪ ধারা অনুযায়ী ৭দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জুয়েল মিয়া (৩২), শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল মালেক (৩০), শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের জাফর আলীর পুত্র মঈন উদ্দিন (২৫), একই গ্রামের রেনু মিয়ার পুত্র ফরিদ মিয়া (৩১), শায়েস্তাগঞ্জ উপজেলার উত্তর নোয়াহাটি গ্রামের আবুল মান্নানের পুত্র ফারুক মিয়া (৪০) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের রহমত উল্লাহর পুত্র আইয়ুব আলী (৪০)। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার এসআই স্বপনের নেতৃত্বে একদল পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে রাত সাড়ে ৯ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, এধরনের অভিযান অব্যাহত আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: