South east bank ad

তানজিয়া সালমা এর কবিতা “রাত-বালিকার জন্য ভালোবাসা”

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাত-বালিকার জন্য ভালোবাসা

তানজিয়া সালমা

রাস্তা মোড়ের দোকানটাতে
দু’চার খানা চেয়ার পাতা,
চায়ের কাপের কড়া নেশায়
ভালোবাসার নকশীকাঁথা।

এফোঁড় ওফোঁড় রঙিন সূতায়
হাজার রকম বোধের সূঁচে,
লিখছে প্রেমের কাব্য আবার
বে-খেয়ালে দিচ্ছে মুছে।

মনটাকে তার লুকিয়ে নিয়ে
হলদে রঙা শাড়ীর ভাঁজে,
ভীষণ ভীরু পদক্ষেপে
যায় মেয়েটি সকাল সাঝে।

নদীর মত ছিপছিপে তার
চলে যাবার ছন্দগুলো,
কী যে সুখের ক্যানভাসে ওর
মন করে দেয় এলোমেলো।

সন্ধ্যা রাতে একদিন তাই
চুপিচুপি আড়াল থেকে,
ধরপরানি বুকের ভেতর
চলল ছেলে মুখটি ঢেকে।

রমনা লেকের ডান পাশেতে
বিশাল বড় কৃষ্ণচূড়া,
ছিপছিপে সেই ছোট্ট মেয়ে
কালো থাবায় পড়ল ধরা।

হৃদয় ভাঙ্গা কষ্ট নিয়ে
ফিরলো ছেলে আপন ঘরে,
রাত বালিকার করুণ দুঃখে
তার বুকেতে শ্রাবণ ঝরে।

(তানজিয়া সালমা, যুগ্মসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ।)

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: