শিরোনাম

South east bank ad

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের মাধ্যমে উড্ডয়ন শৈলী প্রদর্শন

 প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের মাধ্যমে উড্ডয়ন শৈলী প্রদর্শন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামীকাল বুধবার (১৭-০৩-২০২১) বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরণের বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ১০০ তৈরির উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বাষির্কী উদ্যাপনে উচ্ছাসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিবে ‘একশত’। বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭, মিগ-২৯, ইয়াক-১৩০, কে-৮ডব্লিউ ও পিটি-৬ বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে ১০০ তৈরি করে সমগ্র জাতির উৎসব ও উচ্ছাসের রঙে যোগ করবে এক নতুন মাত্রা। বেলা ১১:৪৫-১২:০০ ঘটিকায় মিগ-২৯ ও এফ-৭ এর মোট ১৭ টি যুদ্ধ বিমান এর সমন্বয় গঠিত ১০০ ফরমেশন রাজধানী ঢাকা থেকে উড়ে গিয়ে বেলা ১২:০৫-১২:২০ ঘটিকায় বন্দর নগরী চট্টগ্রাম এবং বেলা ১২:১৫-১২:৩০ ঘটিকায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে, দুপুর ২:২০-২:৩৫ ঘটিকায় বরিশাল এবং দুপুর ২:৩০-২:৪৫ ঘটিকায় ঢাকার উপর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আনন্দ উচ্ছাস দেশের আপামর জনসাধারনের মধ্যে ছড়িয়ে দিবে। পরবর্তীতে ইয়াক-১৩০ এবং কে-৮ডবিøউ এর মোট ১৭ টি যুদ্ধ বিমানের সমন্বয়ে উড্ডয়ন শৈলীটি সকাল ১০:১৫-১০:৩০ ঘটিকায় রাজশাহী, সকাল ১০:৪৫-১১:০০ ঘটিকায় বগুড়া, সকাল ১১:২০-১১:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ এবং সকাল ১১:৪৫-১২:০০ ঘটিকায় ঢাকা, বেলা ১২:৩০-১২:৪৫ ঘটিকায় সিলেট এবং বেলা ১৩:৩০-১৩:৪৫ ঘটিকায় চট্টগ্রাম এর উপর দিয়ে উড়ে গিয়ে জাতির এই আনন্দক্ষণকে আরো উপভোগ্য করে তুলবে। এছাড়াও, ২২ টি পিটি-৬ প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে আরো একটি ১০০ ফরমেশন যশোর থেকে উড়ে গিয়ে সকাল ১০:০০-১০:১৫ ঘটিকায় খুলনা, সকাল ১০:১০-১০:২৫ ঘটিকায় বঙ্গবন্ধুর সমাধি, সকাল ১১:০০-১১:১৫ ঘটিকায় যশোর, দুপুর ১:৪৫-২:০০ ঘটিকায় কুষ্টিয়ায় এবং দুপুর ২:০৫-২:২০ ঘটিকায় ফরিদপুরের উপর দিয়ে উড়ে গিয়ে সাধারণ জনগণের মাঝে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কীর আনন্দকে আরো আনন্দঘন করে তুলবে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমান ও হেলিকপ্টার দিনের বিভিন্ন সময় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের উপর উড়ে তাদের নিপূণ পেশাদারিত্তের পরিচয় দিয়ে জাতির পিতার জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখবে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন, বিবিপি, ওএসপি, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি(পি) এর সার্বিক তত্ত্বাবধানে বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হবে। যুদ্ধ বিমানের উড্ডয়ন শৈলী প্রদর্শনের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর খান মোঃ মাহমুদুল হক, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। কে-৮ডব্লিউ, ইয়াক-১৩০ বিমানের উড্ডয়ন শৈলী প্রদর্শনের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর কাজী ইকবাল করিম, এফএডবিøউসি, পিএসসি, জিডি(পি)। পিটি-৬ প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন শৈলী প্রদর্শনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন এয়ার কমডোর মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, জিইউপি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, জিডি(পি)। পরিবহন বিমানের সার্বিক তত্ত¡াবধানে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোঃ আহসানুর রহমান, জিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। হেলিকপ্টার এর সার্বিক তত্ত্ববধানে থাকবেন উইং কমাঃ রায়হান কবীর, পিএসসি, জিডি(পি)। জাতির এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে সকলের সাথে একাত্ম থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: