South east bank ad

কক্সবাজারে অনুষ্ঠিত হলো আনোয়ার ইস্পাত ডিলারস মিট ২০২৫

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কক্সবাজারে অনুষ্ঠিত হলো আনোয়ার ইস্পাত ডিলারস মিট ২০২৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে ডিলারস মিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে। সারা দেশ থেকে আগত ডিলাররা তাঁদের সহধর্মিণীদের সঙ্গে অংশ নেন এ আয়োজনে। যেখানে আগামী বছরের কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “Wife The Boss”, যা ডিলারদের সাফল্যের নেপথ্যে থাকা সহধর্মিণীদের অমূল্য অবদানকে সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, এ্যাথেনাস ফার্নিচার অ্যান্ড হোম ডেকরের ম্যানেজিং ডিরেক্টর হাসিনা পারভীন মানোয়ার, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন. হোসেন, আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্ট সিইও আসাদুল হক সুফিয়ানি, বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনসের সিএমও আতিক আকবর এবং আনোয়ার ইস্পাত লিমিটেড হেড অব বিজনেস কামরুল হায়দার খান। কৌশলগত দিকনির্দেশনা ও সৌহার্দ্যের বন্ধনে গড়ে ওঠা এ মিলনমেলায় আনোয়ার ইস্পাত পুনর্ব্যক্ত করেছে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও ডিলারদের সঙ্গে অটুট অংশীদারিত্বর প্রতিশ্রুতি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: