শিরোনাম

South east bank ad

সহকারী বিমান বাহিনী প্রধানের সাথে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

সহকারী বিমান বাহিনী প্রধানের সাথে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৩৮ জনের একটি প্রতিনিধি দল রবিবার (২৮-০৩-২০২১) বিমান বাহিনীর ফ্যালকন হলে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, বিবিপি, ওএসপি, এনডিসি, এসিএসসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল শ্রীঞ্জয় প্রতাপ সিং, ওয়াই এস এম।

সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ৬৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ২৫ মার্চ ২০২১ তারিখ থেকে বাংলাদেশ সফর করছেন। সফরকালে তারা স্বাধীনতা দিবস-২০২১ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। প্রতিনিধি দলটির এই সফর দুই দেশের মধ্যে বিরাজমান সহযোগিতামূলক এবং ভাতৃ প্রতিম সম্পর্ককে আরো সুসংহত করবে বলে আশা করা যায়।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: