শিরোনাম

South east bank ad

এতিম ও দুস্থ শিশুদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঈদ উপহার বিতরণ

 প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

এতিম ও দুস্থ শিশুদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঈদ উপহার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কর্তৃক ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (০৬-০৫-২১) বিমান বাহিনী সদর দপ্তর ইউনিট কর্তৃক পার্শ্ববর্তী এলাকা মিরপুর-১৪ এর অন্তর্গত জামিউল উলুম মাদ্রাসা এর এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিমান বাহিনী সদর দপ্তর ইউনিট এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর রুসাদ দীন আছাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি এর উপস্থিতিতে এতিম ও দুস্থ শিশুদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উক্ত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য যে, জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলা এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: