যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের কর্মব্যস্ত দিন অতিবাহিত
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এক সরকারী সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান গত ১৯ মে ২০২১ তারিখে পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান General Charles Q. Brown, Jr., ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর পরিচালক Ms. Heidi Grant এবং অফিস অব সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি এর দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান পরিচালক এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।
এর আগে তিনি গত ১৮ মে ২০২১ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সামরিক উপদেষ্টা Lieutenant General Carlos Humberto Loitey এর সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ রোটেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানের ব্যবহার এবং মিশনে নিয়োজিত বিমান বাহিনীর শান্তিরক্ষীদের সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে এফ-১৬ বিমানের ম্যানুফেকচারিং কারখানা পরিদর্শনসহ পেন্টাগনে সংঘঠিত ৯/১১ এর হামলায় নিহতদের স্মৃতিসৌধ পরিদর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।