ঘূর্ণিঝড় ইয়াস এর দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় দেশের প্রয়োজনে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াস এর জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরের তত্ত্বাবধানে ‘‘ বিএএফ সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম’’ খোলার পাশাপাশি বিভিন্ন ঘাঁটিতে ২৪ ঘন্টা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অপস্ রুম খোলা হয়েছে।
এছাড়াও, দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনী রেকি মিশন, সার্চ এন্ড রেস্কিউ অপারেশন এবং মানবিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।