বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন শেখ আব্দুল হান্নান
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে আগামী ১২ জনু থেকে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়ােগ দেওয়া হয়েছে।
শেখ আব্দুল হান্নান বর্তমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।
আগামী ১২ জনু থেকে তিনি নতুন দায়িত্বভার নেবেন।