শিরোনাম

South east bank ad

নৌবাহিনী প্রধানের সাথে বিমান বাহিনীর প্রধানের বিদায়ী সাক্ষাৎ

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মঙ্গলবার (০৮-০৬-২০২১) নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর সাথে বিদায়ী সাক্ষাত করেন।

বিমান বাহিনী প্রধান নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেখানে বিমান বাহিনী প্রধান কে নৌবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। নৌবাহিনী প্রধানের সাথে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌবাহিনী প্রধান কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান আগামী ১২ জুন ২০২১ তারিখ অপরাহ্নে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি এর নিকট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: