শিরোনাম

South east bank ad

টিকা আনতে আজ রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুই পরিবহন বিমান

 প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

উপহারের ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা আনতে চীনে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান (সি১৩০জে)। আজ রাতে বিমান দুইটি ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এরমধ্যে চীন ইতোমধ্যে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে, ২৫ মে যার প্রয়োগ শুরু করা হয়।

গত মার্চ থেকে ভারতের সেরাম ইনস্টিটিউট করোনার টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী সেরামের টিকা না পেয়ে চীন ও রাশিয়ার দিকে হাত বাড়ায় সরকার।

পরবর্তীতে বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেয়ার কথা জানায় চীন। যার চালান আনতে রাতে ঢাকা ছাড়ছে বিমান ‍দুটি। টিকা নিয়ে রবিবার দেশে ফেরার কথা বিমান দুটির।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘১৩ তারিখে ৬ লাখ ভ্যাকসিন আসবে। আমরা এখান থেকে দু’টি সি-১৩০ বিমান পাঠাচ্ছি।’গত ২৯ এপ্রিল দেশে সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার।

সর্বশেষ চীনের দ্বিতীয় টিকা হিসেবে বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি করোনাভাইরাসের টিকা।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: