শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

“১০ম এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান” বিষয়ক কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান রবিবার (২০-০৬-২০২১) বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট সেফ্টি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলাম, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ ০৪ জন, বাংলাদেশ নৌবাহিনী, নাইজেরিয়ান বিমান বাহিনী এবং শ্রীলংকা বিমান বাহিনীর ০১ জন করে মোট ০৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট শাহরুখ ইবনে মাহফুজ কোর্সে প্রথম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সেনা ও নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: