শিরোনাম

South east bank ad

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টের বিশেষ মিশন পরিচালনা

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট গত ১৮ বছর ধরে ডেমোক্রেটিক রিপাবলিক অব (ডিআর) কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। গত ২৯ জুলাই ২০২১ইং তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট, ব্যানএয়ার-১৮ অস্ত্রসহ আত্মসমর্পণকারী ১১ জন মিলিশিয়ার একটি দলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উদ্ধারে একটি বিশেষ মিশন পরিচালনা করে।


উল্লেখ্য, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ADF (Allied Democratic Force) সক্রিয় থেকে বিভিন্ন রকম সহিংস কার্যক্রম পরিচালনা করছে। এ বছর এই মিলিশিয়া গোষ্ঠীর হাতে ইতালির রাষ্ট্রদূত, ১ জন মালাওয়ির, ১ জন দক্ষিণ আফ্রিকার এবং ১ জন ইন্দোনেশিয়ার শান্তিরক্ষী নিহত হয়। গত ২৯ জুলাই ২০২১ইং তারিখে ১১ জন প্রাক্তন ADF মিলিশিয়া Tchabi তে দক্ষিণ আফ্রিকার শান্তিরক্ষীদের কাছে আত্মসমর্পণ করে। Tchabi এলাকাটি ADF মিলিশিয়ার নিয়ন্ত্রিত হওয়ায় তাদের দ্রুত Bunia তে নিয়ে আসা জরুরি হয়ে পড়ে।


এ অবস্থায়, বাংলাদেশ বিমান বাহিনীর Military Air Liaison Officer -এর মাধ্যমে DDR (Disarmament, Demobilization and Rehabilitation) Team ও Northern Sector Headquarters এর সঙ্গে সমন্বয় করে উদ্ধার Mission -এর পরিকল্পনা করা হয়। Tchabi অঞ্চলের Air Threat Assessment অত্যন্ত High হওয়ায় Mi-17 হেলিকপ্টার পাঠানোর আগে ওই এলাকার নিরাপত্তা ঝুঁকিকে সাময়িকভাবে স্তিমিত করতে প্রয়োজন হয়।


এক্ষেত্রে, Ukraine Aviation Unit -এর সঙ্গে সমন্বয় করে Armed Mi-8 Helicopter -এর মাধ্যমে ওই এলাকার Air Threat সাময়িকভাবে স্তিমিত করা হয়। কন্টিনজেন্ট কমান্ডার, ব্যানএয়ার-১৮ -এর নির্দেশ মোতাবেক বিকাল ৪টায় প্রথমে ১টি Mi-17 Helicopter -এর মাধ্যমে DDR Team -এর সদস্য ও এস্কর্টদের Tchabi তে পাঠানো হয়। পরে ২টি Mi-17 Helicopter বিকাল সাড়ে ৫টায় Tchabi -তে পৌঁছায় এবং ৩৫ মিনিট সেখানে ঝুঁকির সঙ্গে অবস্থান করে।


পুরো সময়ে, Ukraine Aviation Unit -এর Armed Mi-8 Helicopter ওই এলাকার উপর Armed Escort দেয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে DDR কার্যক্রম সমাপ্তের পর ২টি Mi-17 Helicopter বুনিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং ১১ জন প্রাক্তন ADF মিলিশিয়াসহ বুনিয়াতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অবতরণ করে। পরে ১১ জন প্রাক্তন ADF মিলিশিয়াদের DDR Team Leader Mr Jacinto -এর হাতে সমর্পণ করা হয়।


উল্লেখ্য, গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, বিইউপি, পিএসসির নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট, ব্যানএয়ার-১৮, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: