বাংলাদেশ বিমান বাহিনীর জংগী বিমান কর্তৃক আকাশ হতে আকাশে গোলাবর্ষণ মহড়া
স্টাফ রিপোটার্স :
চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে (VGD-2 & VGD-43) বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত ০৪-১০-২০২১ তারিখে শুরু হয়েছে। মহড়াটি আগামী ২৫-১০-২০২১ তারিখ পর্যন্ত প্রত্যহ সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলমান আছে। ২২ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করা হচ্ছে।
বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণসহ বিভিন্ন পদবীর সদস্যগণ এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।