বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান
জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম ০৪-২৫ অক্টোবর ২০২১ (২২ দিন) পর্যন্ত ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১” এর অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ বিমান বাহিনী “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে।
আকাশ হতে অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থান চিহ্নিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার কর্তৃক এই বিশেষ অভিযান এবং পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারের “নাইট ভিশন গগল্স (এনভিজি) এবং ফ্লির” এর সক্ষমতা ইলিশ সংরক্ষণ এই অভিযানকে আরও বেগবান এবং কার্যকরী করেছে । যার ফলে হেলিকপ্টার দিনে ও রাতে সমানভাবে এই অভিযানে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য যে, বিমান বাহিনী হেলিকপ্টার কর্তৃক পরিচালিত নজরদারী অভিযানের মাধ্যমে আহরিত তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ কারেন্ট জাল, মাছ ধরার নৌকা এবং জেলেদের আটক করতে সক্ষম হয়। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ মা ইলিশ সংরক্ষণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।