South east bank ad

বাংলাদেশে বিমানবাহিনীর প্রথম সামরিক নারী পাইলট তামান্না-ই-লূৎফী

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশে নারীদের অগ্রযাত্রায় যোগ হলো আরেক সাফল্য। এককভাবে একটি হেলিকপ্টার উড়িয়েছে তামান্না-ই-লূৎফী। যিনি বিমানবাহিনীর প্রথম সামরিক নারী পাইলট ৷বাংলাদেশে নারীর উন্নয়নের আরেক ধাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে এই সাফল্যকে ৷

‘‘বাংলাদেশে নারীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না'' – সম্প্রতি এক আলোচনায় এমনটাই বলছিলেন এক বিদেশি ৷ বিশ্বের কয়েকটি দেশে নারীদের দুরবস্থার সঙ্গে তিনি বাংলাদেশের কথাও উল্লেখ করেন ৷

বাংলাদেশে নারীদের অগ্রযাত্রা নিয়ে নানাজনের নানা মত রয়েছে ৷ অনেকে এখনো মনে করেন রক্ষণশীল সমাজের কারণে বাংলাদেশে নারীরা আগাতে পারছেন না ৷ কিন্তু বাস্তবে পরিস্থিতি কি সেরকম? পরিসংখ্যান কিন্তু সেটা বলছে না ৷ ইউনিসেফের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সি মেয়েদের মধ্যে স্বাক্ষরতার হার ৮০ দশমিক চার শতাংশ ৷ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত গড়ে ৮১ দশমিক দুই শতাংশ মেয়ে প্রাথমিক স্কুলে শিক্ষা গ্রহণ করেছে ৷

প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণের এই হার অবশ্য মাধ্যমিক পর্যায়ে গিয়ে অনেক কমে যাচ্ছে ৷ তবুও কয়েক দশক আগের তুলনায় এটা বেশ উল্লেখযোগ্য অগ্রগতি ৷ আর বিশ্বের বিভিন্ন দেশে গবেষণারত বাংলাদেশি নারী খুঁজে পাওয়া এখন আর দুষ্কর নয় ৷ জার্মানির বন শহরেই বেশ কয়েকজন রয়েছেন যাঁরা এখানকার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন৷

বাংলাদেশের রয়েছে দু'জন এভারেস্টজয়ী নারী৷ নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীন৷ এঁদের মধ্যে ওয়াসফিয়া শুধু এভারেস্ট জয় করেই থেমে নেই৷ তিনি বরং সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের মাধ্যমে বাংলাদেশের নারীদের ভিন্ন এক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব পেয়েছেন ওয়াসফিয়া৷ আর বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলতো মাঝেমাঝে পুরুষদের চেয়েও এগিয়ে যাচ্ছেন সাফল্যের বিচারে৷

নারীদের এই সাফল্যের তালিকায় এবার যোগ হলেন তামান্না-ই-লূৎফী৷ সামরিক বাহিনীর প্রথম পাইলট হিসেবে সফলভাবে হেলিকপ্টার উড্ডয়ন সম্পন্ন করেন তিনি৷ সামরিক বাহিনীতে নিঃসন্দেহে নারীদের জন্য এক বিরাট সাফল্য৷

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: