সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত বেসামরিক যাত্রীবাহী বিমান উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
NOVO AIR এরএকটিবিমান (AT 72-500) ফ্লাইট নম্বর VQ-967/8 ঢাকা থেকে ৬৭ জনযাত্রী ও ০৪ জন ক্রুসহ সর্বমোট ৭১ জন নিয়ে গত ১৭ নভেম্বর ২০২১ তারিখ আনুমানিক বিকাল ৬.৫০ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। উক্ত বিমানটি আনুমানিক সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা (নোজহুইল) আড়াআড়িভাবে রানওয়েতে স্পর্শ করার কারণে চাকাটি ফেটে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
বিমানটি রানওয়েতে থেমে যাওয়ার কারণে সকল বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অনুরোধের প্রেক্ষিতে সেনাসদরের নির্দেশনায় কমান্ডার, ২২২ পদাতিক ব্রিগেডএর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, এএফডব্লিউসি, পিএসসিএর নেতৃত্বে সেনাবাহিনীর উদ্ধারকারী দল একই দিন রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় উদ্ধার কার্যক্রম শুরু করে।
বিমান উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জামাদি সৈয়দপুর বিমানবন্দরে মজুদ না থাকায় উদ্ভাবিত উপায়ে ০৩ টি রিকভারী যানের সহায়তায় বিমানের সামনের ফেটে যাওয়া চাকার নিচে ট্রলি স্থাপন করা হয়।
পরবর্তীতে রিকভারী যানের সহায়তায় বিমানটিকে স্বল্প সময়ে রানওয়ে থেকে বের করে বিমান বন্দরের এপ্রোনে নিয়ে আসাহয়। উদ্ধারকারী দলসমূহের নিরলস প্রচেষ্টায় বৃহস্পতিবার (১৮-১১-২০২১) তারিখ ২ ঘটিকায় বিমানটি কেরানওয়ে থেকে সরিয়ে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরকে বিমান চলাচলের উপযোগী করা হয়। উক্ত উদ্ধার কার্যক্রমে সৈয়দপুর সেনানিবাসে অবস্থানরত আর্মি এভিয়েশনের ব্যক্তিবর্গ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
অত্যন্ত দ্রুততা এবং পেশাদারীত্বের সাথে বেসামরিক বিমানটি উদ্ধার করার কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং উপস্থিত সকলের সেনাবাহিনীর প্রতিআস্থা ও বিশ্বাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।