South east bank ad

বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণের বেসিক ইন্সট্রাক্টর্স কোর্সের সনদপত্র বিতরণ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণের বেসিক ইন্সট্রাক্টর্স কোর্সের সনদপত্র বিতরণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ বিমান বাহিনী বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান- এর ১৪নং বেসিক ইন্সট্রাক্টর্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রামে অবস্থিত বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। বিভিন্ন ট্রেডের ১৫ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম, ইএন্ডআই ফিটার কোর্সে প্রথম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাগণ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: