আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষার্থীরা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবিতে আন্দোলনে উত্তাল ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব গ্রুপের রাজনীতিতে জড়িত না হওয়ায় তার ওপর ওই নির্যাতন চলে।
গত (২৭ ফেব্রুয়ারি) রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে নিহাদকে ডেকে নিয়ে বর্বরতা চালানো হয়।
এ ঘটনায় বিচার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আন্দোলনের দ্বিতীয় দিন গতকাল ১ মার্চ মঙ্গলবারও দুপুর থেকে ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখেন সাধারণ শিক্ষার্থীরা।
দাবি পূরণে আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছেন তারা।
গত রোববার রাতে নিহাদ তার বিভাগের ও এলাকার বড় ভাই সারজীল হাসানের সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু হলের ৬০৮ নম্বর কক্ষে যান। রাত দেড়টার দিকে সারজীলের কক্ষ থেকে ডেকে নিয়ে হলের ৩২৪ নম্বর কক্ষে নিহাদের ওপর শারীরিক নির্যাতন চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত ওই শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহাদকে নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে ঘণ্টাব্যাপী আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭ দফা দাবি জানান তারা।
বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। সমাবেশ শেষে আন্দোলনকারীরা বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে যাওয়ার কর্মসূচির ঘোষণা দেন।