সাতকানিয়ায় ১০ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের সাতকানিয়ায় দেলোয়ার হোসেন (৪২) নামে হত্যা, অস্ত্র, মাদকসহ ১০ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত (২৮ ফেব্রুয়ারি) সোমবার গভীর রাতে বান্দরবানের রেইচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল (১ মার্চ) মঙ্গলবার সকালে তাকে নিয়ে অভিযান চালিয়ে সাতকানিয়ার চরখাগরিয়ায় তার বাড়ির পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
গ্রেফতার দেলোয়ার চর খাগরিয়ার ৪ নম্বর ওয়ার্ডের মতলবের বাড়ির শামসুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে বান্দরবানের রেইচা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে চরখাগরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেফতারের পর একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে।