মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান-৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জের একটি অভিযানিক দল এসআই(নিঃ)/ হাকিম মোল্লার নেতৃত্বে মানিকগঞ্জ জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কাচালংকা নামক রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোসা: তৃষ্ণা আক্তার (২৪) ও মোঃ মিজানুর রশিদ ওরফে মিজান (৩৪),দ্বয়কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।