শিরোনাম

South east bank ad

সিলেটে পুলিশ মেমোরিয়াল পালিত

 প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এবং সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নিশারুল আরিফ, কমিশনার, এসএমপি সিলেট।এছাড়াও র্যা ব-৯ সিলেট ও বিজিবি সিলেটের ১৭-ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারবৃন্দ ও সর্বস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে পুলিশ লাইন্সের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উল্লেখ্য যে ২০২২ সালে কর্মরত অবস্থায় সারা বাংলাদেশে ১৩৮ জন ও করোনায় এ পর্য্ন্ত ১০৭ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেন। বিশ্বের বিভিন্ন দেশে বছরের একটি নির্দিষ্ট দিনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ন ও গৌরবোজ্জ্বল অবদানকে স্মরন করা হয়।

বাংলাদেশ পুলিশও ২০১৭ সালের ১লা মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে “পুলিশ মেমোরিয়াল ডে” পালন করে আসছে।

কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সকল রেঞ্জ ও জেলা পর্যায়ে দিবসটি পালন করা হয়।

দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা ও জনগনের জান-মাল রক্ষার মত ঝুকিপূর্ন দায়িত্ব পালন করে থাকে পুলিশ সদস্যরা । দেশের যে কোন প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা।

কর্তব্য পালনকালে প্রতি বছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগের দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: