ভাতার গতিশীলতা আনয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা কার্যক্রমের অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০২ মার্চ) দুপুর উপজেলার পরিষদ মিলনায়তন (সচ্ছতায়) কক্ষে সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক, আদিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খাঁন, নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর জেলা ব্যবস্থাপক ইমদাদ হোসেন প্রমূখ।